• December 112023
  • PUB

পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে ‘চীনে উচ্চতর অধ্যয়নের সুযোগ’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত

...

“চীনে উচ্চতর অধ্যয়নের সুযোগ” শীর্ষক একটি ওয়েবিনার ১১ ডিসেম্বর ২০২৩ সোমবার সকাল ১১টায় পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে অনলাইন প্লাটফর্ম জুমে অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চীনের জিয়ান জিয়াওতং বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ফেলো জনাব রাসেল আহমেদ। ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সম্মানিত উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। গেস্ট অব অনার হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ও টিএমএমএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে আরা বেগম। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. খাজা জাকারিয়া আহ্‌মদ চিশ্‌তী'র সভাপতিত্বে ওয়েবিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, বিওটি ভাইস চেয়ারম্যান রোটাঃ ডাঃ মোঃ মতিউর রহমান ও অনলাইনে যুক্ত ছিলেন বিওটি সদস্য প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মো. মাহমুদ হাসান চৌধুরী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ জাহেদুল আলমসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং শতাধিক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। ওয়েবিনারে উচ্চতর শিক্ষার সুযোগ প্রসঙ্গে মূল প্রবন্ধ উপস্থাপক বিস্তারিতভাবে চীনে উচ্চতর গবেষণা প্রসঙ্গে সুযোগ সুবিধাসমূহ তুলে ধরেন। ওয়েবিনারের সমাপনীতে প্রফেসর ড. হোসনে আরা বেগম বলেন চীন বাংলাদেশের বন্ধু দেশ। তিনি চীনের সাথে শিক্ষা, প্রযুক্তি ও সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধি বিষয়ে গুরুত্ব আরোপ করেন। এ ধরণের আয়োজনে তিনি সন্তোষ প্রকাশ করেন। পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে এ ধরণের উদ্যোগ অব্যহত রাখতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। প্রধান অতিথির ভাষণে উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র বলেন, এ আলোচনা থেকে আমাদের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ যথেষ্ট উপকৃত হয়েছে।

মূল প্রবন্ধ উপস্থাপন শেষে চীনে উচ্চতর শিক্ষাবৃত্তি, ভিসা, ভাষাগত দক্ষতা, পার্ট টাইম ও ফুল টাইম চাকুরী, উচ্চতর পাঠ শেষে কাজের সুযোগ, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, চীন থেকে পাওয়া ডিগ্রির দেশে বিদেশে উপযোগীতা ইত্যাদি বিষয়ে শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন জনাব রাসেল আহমেদ।

Related Seminars